করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ২৯ হাজার

S M Ashraful Azom
করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ২৯ হাজার

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ২৯ হাজার ৭৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ৫১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯২ হাজার ৮৯২ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৮৫ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। তবে ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে তারা। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৭ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৯৫ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top