রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় উত্ত্যক্তর প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে হত্যার হুমকি দিয়েছে আজমির আলী (৩০) নামে মাদকাসক্ত এক বখাটে। এ ঘটনায় শুক্রবার বখাটে আজমির সহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আজমির আলী উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকমেহেদী গ্রামের আদর্শ কৃষকের স্ত্রী এক সন্তানের জননী। কৃষক দম্পতির পাশের গ্রামের বাসিন্দা আজমির আলী। মেয়েটিকে রাস্তায় পেয়ে কিংবা মুঠোফোনে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আজমির। উত্ত্যক্তর বিষয়টি স্বামীকে জানান মেয়েটি। এছাড়া আজমিরের পরিবারের নিকট বিচার প্রার্থী হন। এতে কৃষক দম্পতির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন আজমির আলী।
এ অবস্থায় ১৫ এপ্রিল সকালে কৃষক দম্পতি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মথুরাপুর বাজারের দিকে রওনা হন। পথিমধ্যে চকমেদেী গ্রামের ফাঁকা মাঠের ভেতর পৌছলে ওই দম্পতিকে মারধর করে আজমির ও তার লোকজন। এক পর্যায়ে কৃষক দম্পতিকে প্রাণ নাশের হুমকি দেন আজমির। এ ঘটনায় মেয়েটির স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আজমির ও তার সহযোগী জাহিদুল, আল-মাহমুদ ও মঈনুলকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে আজমির আলী বলেন, পূর্ব পরিচয়ের সুত্র ধরে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করেছি। তাকে উত্ত্যক্ত কিংবা তার স্বামীকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গৃহবধুকে উত্ত্যক্তর ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।