বিছানার নিচে মিলল টিসিবির ১২৩৮ লিটার তেল

S M Ashraful Azom
বিছানার নিচে মিলল টিসিবির ১২৩৮ লিটার তেল

সেবা ডেস্ক: রংপুরের মধ্য পার্বতীপুর এলাকায় বক্স খাটের ভেতর মজুত করে রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেলসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে নগরীর মধ্য পার্বতীপুর এলাকায় হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তেলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. লাল মিয়া।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন, বসুন্ধরা ব্র্যান্ডের টিসিবির বিপুল পরিমাণ তেল হানিফ মিয়ার বাড়িতে মজুত রাখা হয়েছে। এমন সংবাদে ডিবির এডিসি উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে হানিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষের বক্স খাটের ভেতরে মজুত রাখা টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ২৩ হাজার ৮শ’ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় হানিফ ও লাল মিয়াকে আটক করা হয়।

করোনাভাইরাসে বিপর্যস্ত গরিবদের কাছে টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে বলেছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লাভের উদ্দেশে এসব পণ্য মজুত করছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top