রেজাঊল করিম বকুর, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে করোনার ছোবল থেকে রক্ষা পেতে ঘরে থাকা কর্মহীন অর্ধাহার ও অনাহারে থাকা লোকদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন কাজী আশরাফুল আজীম পিপিএম।
১৩ এপ্রিল সোমবার বিকালে পৌর শহরের এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন সামগ্রী। পরে তিনি উপজেলার সীমান্ত এলাকা হারিয়াকোনা গ্রামের হতদরিদ্র আদিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গির আলম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, সিনিয়র সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক লিয়াকত হোসেন লিটন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান প্রমূখ।