“জেগে থাকো”- এম. খায়রুল কবির

S M Ashraful Azom

“জেগে থাকো”-  এম. খায়রুল কবির
“জেগে থাকো”-  এম. খায়রুল কবির 

জীবনে চলার পথে
হোঁচট খেতে হয় বারবার
তবুও চলতে হয় অদম্য নেশায়
তবুও জাগতে হয় নব্য ভোরের আশায়।

ক্লান্ত দিনের শেষে আঁধার নামে
মিলিয়ে যায় দিনের দীপ্ত রবি-
ঝেঁকে বসা আঁধারেই হয় অমাবস্যা
তখন হারিয়ে যায় চাঁদ রুপালী।

দীপ্ত রবি ও রুপালী চাঁদ
আঁধারে হয় যদি দিশেহারা-
কোন এক কালের মিলন মেলায়
হতেই পারে কিছু ভাটোয়ারা।

আঁধারের প্রাচীর ভেঙ্গে আবার
জেগে ওঠে যেমন রবি-
অপেক্ষার প্রহর পিছনে ফেলে
আবার হাসে চাঁদ রুপালী।

জেগে থাকো হে জীবন
এ বাঁধা কাটবেই-
হয়তো ক্ষনেক সময় নেবে
আরও কিছু সে দুঃখ দেবে
পরিশেষে আলো ফুটবেই।

               

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top