ধুনটে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

S M Ashraful Azom
ধুনটে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত এক বাবার বিরুদ্ধে তার ছেলেকে মারপিট, ভাংচুর, টাকা লুট ও স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার দুপুর দিকে ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় এ অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি গ্রামের নুরুল ইসলাম ফটুর সাথে তার ছেলে রুবেল সেখের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় রোববার সকাল ৯টার দিকে রুবেলের ছেলে রাকিব তার দাদা নুরুল ইসলামের গাছ থেকে একটি আম পেড়ে খায়। এতে নুরুল ইসলাম ক্ষুদ্ধ হয়ে রাকিবকে মারধর করে। ছেলের চিৎকার শুনে রুবেল ও তার স্ত্রী ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারপিট করেন নুরুল ইসলাম।

এ সময় নুরুল ইসলাম তার ছেলে রুবেলর ঘরে রক্ষিত বাক্স ভেঙ্গে ৪০ হাজার টাকা নিয়ে যান। এছাড়া রুবেলের মোটরসাইকেলটি ভাঙচুর করেছেন। পরে আহত রুবেল, তার ছেলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচিকৎসা নিয়েছেন। এ ঘটনায় রুবেল তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে রুবেল সেখ জানান, তার বাবা নুরুল ইসলাম মাকদসেবী ও কারবারি। তার বাবার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় ৫টি মামলা রয়েছে। একাধিক বার মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বাবাকে মাদক ব্যবসা করতে নিষেধ কারায় তার উপর নানা ভাবে নির্যাতন করছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম ফটু বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছেলে ও নাতিকে শাসন করেছি। তাদের মারপিট কিংবা টাকা নেওয়ার অভিযোগ সঠিক না। এক সময় মাদক ব্যবসা করেছি, এখন আর করছি না। 

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কুমার বর্মন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তাদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top