রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনায় কর্মহীন ও অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিচ্ছে শেরপুরের শ্রীবরদী শিল্প ও বনিক সমিতি।
বুধবার শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন এলাকার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, লবন ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিরতণ করা হয়।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় তারা সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়াসহ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দেন। শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমরা বিভিন্ন এলাকা ঘুরে অসহায়, দরিদ্র ও কর্মহীন লোকদের তালিকা করে তাদের মাঝে আজ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসব খাদ্য সামগ্রী প্রাপ্তরা জানান, তারা কর্মহীন হয়ে পড়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ সময় তারা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।