রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
১০ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রাম থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার সকালে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে নকলায় এসেছেন। এ ঘটনায় ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
অন্যদিকে নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান।