রফিকুল আলম, ধুনট (বগুড়া): করোনা ভাইরাস মোকাবেলায় বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলায় কর্মহীন ৬০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. জান্নাতুল ফেরদৌসী রুপা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট উপজেলার কৈগাঁতি গ্রামে জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাক্তিগত তহবিল থেকে তার নিজ বাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আহমেদ জেমস্ মল্লিক, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হবিবুর রহমান, সীমাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল পাশা, প্রধান শিক্ষক মকবুল হোসেন, ধুনট উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শিপন শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান বুলবুল, গোলজার হোসেন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ইমন প্রমূখ।