গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসুচীর প্রায় ১৫০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৩ এপ্রিল সোমবার সকালে মুরগীর খাদ্যের বস্তায় ভরে নয়াবন্দর এলাকা থেকে বোনার পাড়ার দিকে ভ্যানে করে চাল গুলো নিয়ে যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে একটি ভ্যান আটক করে এবং অন্য ভ্যান গুলো পালিয়ে যায়। ভ্যানওয়ালা কে জিজ্ঞেস করলে সে বলেন এই চাল গুলো ডিলার মাজেদের। পরে ডিলার মাজেদ কে আটক করে পুলিশ। এঘটনায় আরো ১৫ শ কেজি সন্ধান করছে পুলিশে।
চাল উদ্ধারের এই ঘটনায় সাঘাটা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে সাঘাটা থানায় ডিলার মাজেদের নামে একটি মামলা করা হয়েছে। ডিলার মাজেদ নিজেকে পুদুমশহর ওর্য়াড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে দাবী করেন ।এদিকে খোয়া যাওয়া আরো ১৫০০ কেঁিজ চাল উদ্ধারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন।