রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বহুমাত্রিক প্রতিবন্ধি ফেরদৌস জামান তালুকদারের (৪৩) নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও খোঁজ এখনও মেলেনি। স্বজনেরা তার ফিরে আসার অপেক্ষায় প্রহন গুনছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস জামান উপজেলার রাজারামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গত ২১ ফেব্রæয়ারী সকালের দিকে বাড়ি থেকে বের হয়। এর পর প্রায় দেড় মাস অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
ফেরদৌস বহুমাত্রিক প্রতিবন্ধী। তবে সে নিজের নাম-পরিচয় বলতে পারে। মুখে দাঁড়ি-গোঁফ আছে। বিশেষ চিহ্নের মধ্যে কপালের বামপাশে টিউমার আছে। তার উচ্চতা প্রায় ৬ফুট।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৪০৫৮২১৮৮ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন স্বজনেরা। এঘটনায় ৫মার্চ ধুনট থানায় দায়ের করা সাধারণ ডায়েরী নং ১৮৭।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, দেশের প্রতিটি থানায় নিখোঁজ ফেরদৌস জামানের ছবিসহ বার্ত পাঠানো হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যহত রাখা হয়েছে।