ধুনটে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোষ্ট

S M Ashraful Azom
 ধুনটে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোষ্ট

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া উপজেলার প্রবেশ পথে পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। পরিচয় জেনে বিনা প্রয়োজনে কাউক প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না।

শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টগুলোতে পুলিশের ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। জরুরি সেবার আওতায় থাকা ওষুধ, খাদ্য, জরুরি পণ্যবাহী পরিবহন, রপ্তানি পণ্যবোঝাই পরিবহন ও রোগী সমেত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দিচ্ছেন না পুলিশ।

সব প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই কড়াকড়ির মধ্যেও নানা ছুতোয় ঢুকে পড়েছেন অনেকে। আবার কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। তবে অধিকাংশকেই চেকপোস্ট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। প্রতিবন্ধকতা তৈরি করে মানুষের চলাচলও করেছে সীমিত। সন্তোষজনক জবাব দিতে না পারলে পায়ে হেঁটেও কাউকে প্রবেশ ও বের হতে দেয়া হচ্ছে না।

ইতিমধ্যে করোনার প্রকোপ মোকাবেলায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটিও। এ সময় পর্যন্ত সন্ধ্যা ৬টার পর বাইরে বের হওয়াও নিষিদ্ধ করেছে সরকার। তবে এমন নিষেধাজ্ঞার মাঝেই অনেককেই বাহিরে দেখা গেছে। তারা সাধারণত ব্যাংকিং এবং চিকিৎসার কাজে বাইরে বের হওয়ার কথা বলছেন। এসময় তাদেরকে প্রয়োজন ছাড়া ইজিবাইকে চলাচল বন্ধ ও মোটরসাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সচেতনার পাশাপাশি সরকারের নির্দেশনাও মানতে হবে সবাইকে। কাউকে প্রয়োজন ছাড়া প্রবেশ বা বের হতে দিচ্ছি না। কষ্ট হলেও নির্দেশনা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহŸান ও সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। গুরুত্বপূর্ণ স্থানে বসানো চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top