গাইবান্ধা জেলা প্রতিনিধি : মানুষ কবে হবে সচেতন, কেন বুঝে না মরনব্যাধি করোনা ভাইরাস কোভিড-১৯ এর থাবায় কাপছে সারা দেশ। সরকার সর্ব সাধারণের মাঝে করোনা হতে সাবধান থাকার জন্য বার বার প্রশাসনের মাধ্যমে গ্রাম গঞ্জে শহর বন্দরে জনগণকে সচেতন হতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছে।
এতে অনেক আগেই পুলিশ প্রশাসনের ঘুম হারাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে পুলিশ নিজেদের জীবনের ঝুকি নিয়ে ভয়াবহ করোনা থেকে রক্ষায় জনগনকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করছে।
কিন্তু বার বার বলার পরেও একাধিক মামলা ও জরিমানা হওয়ার পরেও এর পরেও যেন কিছুতেই মানছে না ঢাকায় অবস্থানরত বিভিন্ন পেশার মানুষ। তারা নানা ভাবে বিভিন্ন কৌশলে ট্রাকে ও কর্ভাডভ্যানে প্রানের মায়াত্যাগ করে ছুটছেন ঢাকা ও নিজ নিজ এলাকায় আর এর সাথে যোগ হয়েছে অসাধু কিছু পরিবহন মালিক ও শ্রমিক। এসব পেশার মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকায় ভাড়া নিয়ে ছদ্দবেশে পরিবহনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে নিয়ে আসা হচ্ছে এসব মানুষকে।
এসব দৃশ্য বাইরে থেকে ভালোভাবে না তাকালে বুঝার উপায় নেই। কি ভাবে ট্রাকের উপর মানুষ শুয়ে বসে প্রশাসন ও পুলিশকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। মালবোঝাই ট্রাক, মাইক্রোবাস, কারগাড়ী সন্দেহ হলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ তাদের চেক পোষ্টে আটক করছে। এভাবেই ১৭ এপ্রিল শুক্রবার দিন ৪৭ টি বিভিন্ন পরিবহণ যাত্রীসহ আটক করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ বিষয়ে বলেন, হাইওয়ে থানার চেকপোষ্টে আটককৃত সকল পরিবহণকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজির হোসেনের ভ্রাম্যমান আদালত মাধ্যমের ৫৭ হাজার ২ শ' টাকা জরিমানা করেছেন।