রফিকুল আলম, ধুনট : করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহভাজন পোশাক কারখানার এক নারী কর্মী বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মহিল ওয়ার্ড থেকে পালিয়ে যান। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পালিয়ে যাওয়া মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। তিনি এক সপ্তাহ আগে নিত্তিপোতা গ্রামে স্বামীর বাড়িতে ফেরত আসেন। বাড়িতে ফেরার পর তার জ্বর, সর্দি-কাশি ও মাথাব্যথা শুরু হয়। এ অবস্থায় শ্বশুর বাড়ির স্বজনেরা তাকে শনিবার রাতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার দুপুরের দিকে ওই রোগীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে যান ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক। কিন্ত তাকে মহিলা ওয়ার্ডে পাওয়া যায়নি। তার বিছানাপত্র ফাঁকা পড়ে আছে। এরপর কোথাও তাকে খুজে পাওয়া যাচ্ছে না।
ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাছিব এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া রোগীর অনুসন্ধান করতে পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক পত্রের মাধ্যমে এই ঘটনাটি আমাকে জানিয়েছেন। পালিয়ে যাওয়া রোগীর তথ্য ও ঠিকানা অনুযায়ী তাকে উদ্ধারের জন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হচ্ছে।