কাজিপুর প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপি এবং সাবেক সাংসদ তানভীর আহবানে সাড়া দিয়ে হতদরিদ্রদেরকে সহায়তা দিয়েছেন কাজিপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক পারভেজ আহমেদ।
শনিবার বিকালে উপজেলার গান্ধাইল ও কাজিপুর ইউনিয়নের পূর্বাঞ্চলের ৬৫ টি পরিবারকে তিনি খাদ্য সহায়তা দিয়েছেন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুপাশে বসবাসকারি নি¤œ আয়ের হতদরিদ্র ও করোনাভাইরাস জনিত কারণে ক্ষতিগ্রস্থ এসব পরিবারে চাউল ৫ কেজি, এক কেজি ডাল, আলু ২ কেজি, এক কেজি লবন ও ১ লিটার সয়াবিন তেল খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয়।
বিতরণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ স¤পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন আ.লীগের যুগ্ন সাধারণ স¤পাদক সাইদুল ইসলাম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।