বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টায় শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে বাবুল মিয়া (৪২) নামে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। বাবুল মিয়া বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে।

তিনি ১২ এপ্রিল তার কর্মস্থল চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফেরেন। তিনি সেখানে বিভাগীয় কৃষি কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

জানা গেছে, ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে অসুস্থ্য অবস্থায় তিনি তার বাড়িতে ফিরে আসেন বাবুল মিয়া । ১৫ এপ্রিল বুধবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতেই মারা যান তিনি। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল রাত ১১ টার দিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

এদিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুর ঘটনায় ওই রাতেই বাবুল মিয়ার বাড়ি লকডাউন করেন ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার ।

উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে করোনার উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়। বকশীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত দুই জন করোনা শনাক্ত হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top