বকশীগঞ্জ প্রতিনিধি : বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায় জামালপুরের বকশীগঞ্জে খেটে কর্মহীন হওয়া ১১০০ ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন ওয়ার্ডের নি¤œ আয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের দুস্থ, কর্মহীন ও অভাবগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে পৌরসভার কাউন্সিলর রহিমা বেগম উপস্থিত ছিলেন।
মেয়র নজরুল ইসলাম জানান, প্রতিটি ওয়ার্ডের অভাবগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
তিনি করোনা ভাইরাস নিয়ে পৌরবাসীকে সচেতন থাকা সহ অহেতুক ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন।