সেবা ডেস্ক: লকডাউন না মেনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ায় বর-কনেসহ অতিথিদের গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার দক্ষিণ আফ্রিকায় ৪৮ বছর বয়সী জাবুলানি জুলু ও তার চেয়ে দুই বছরের ছোট কনে নোমথানডাজো মাখিজকে বিয়ে করেন।
কিন্তু হঠাৎ করেই অস্ত্রসহ পুলিশ এসে তাদের বিয়ের অনুষ্ঠানে বাধা দেন। বর-কনেকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে।
করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।