জামালপুরে এমপি মোজাফ্ফরের ৩ সহস্রাধিক মানুষকে খাদ্য সহায়তা

S M Ashraful Azom
জামালপুরে এমপি মোজাফ্ফরের ৩ সহস্রাধিক মানুষকে খাদ্য সহায়তা

মেহেদী হাসান : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র নিম্নআয়ের ও কর্মহীন হয়ে পড়ায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে  খাদ্য সহায়তা দিয়েছেন জামালপুর সদর
আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

শুক্রবার সকালে জামালপুর শহরের খেজুর তলা নিজ বাসভবন থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের  মানুষের জন্য একটি প্যাকেটে  ৫ কেজি চাল ১ কেজি করে আলু,ডাল,পিয়াজ ও লবণ  দিয়ে মোড়ানো ৩ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে  এমপি মহোদয়ের পক্ষ থেকে তুলে দেন প্রভাষক মাহফুজুর রহমান ও মাসুদ রানা ।

এসময় উপস্থিত ছিলেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একে এম মহসীনুজ্জামান,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর রহমান তালুকদার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগরে সহ-সভাপতি সার্জেন্ট এমাদুল হক ও কেন্দুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার  মোজাফ্ফর হোসেন এমপি বলেন, আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন ঘরে থাকুন আপনাদের জন্য আমরা খাবার ঘরে পৌঁছে দিবো । খাবার নিয়ে কোন চিন্তা করবেন না। প্রয়োজনে সবকিছু বিলিয়ে দিয়ে হলেও কোনো মানুষকে না খেয়ে
কষ্ট পেতে দিব না। আমরা সবাই এই যুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আল্লাহর রহমতে জয়ী হবই।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top