লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় ডাক্তারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ক্লথ পিপিই দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্যাদের মাঝে ১৮সেট পারসোনাল প্রটেকটিভ ক্লথ পিপিই বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ে ডাক্তার ও নার্সদের মাঝে এই পিপিই বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ.এ.এম আবু তাহের,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য বলেন-দেশের এই ক্লান্তি লগনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জনসেবায় নিয়োজিত আছি। পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করছি।