যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের জন্য খোঁড়া হচ্ছে গণ কবর

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের জন্য খোঁড়া হচ্ছে গণ কবর

সেবা ডেস্ক: চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে বিশ্বের বহুদেশ আক্রান্ত হলেও সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রাণহানীর দিক থেকেও শীর্ষ দেশসমূহের তালিকায় রয়েছে তারা। দেশটিতে প্রতিদিনই হাজার হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যার বড় একটি অংশ ঘটছে নিউ ইয়র্কে।
সর্বশেষ তথ্য অনুসারে, শুধু নিউ ইয়র্কেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬০ হাজারের বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত ৪ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৪৩ জনের।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমসমূহে এমন কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সারি সারি কফিন মাটিতে পুতে ফেলা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি’র দাবি ছবিগুলো নিউ ইয়র্কের। বৃহস্পতিবার সেখানে এক সাথে ৪০টি কফিন পুতে ফেলা হয়। এবং আরো বড় কবর খোড়া হয়েছে, যেখানে আরো কয়েকশ কফিন পুতে ফেলা যাবে।

জায়গাটির নাম হার্ট আইল্যান্ড। গত ১৫০ বছর ধরে জায়গাটিকে গণ সমাধির জন্য ব্যবহার করা হচ্ছে। জানা যাচ্ছে, এর আগে হার্ট আইল্যান্ডে সপ্তাহে একদিন গণকবর দেওয়া হতো। কিন্তু সেখানে সপ্তাহে পাঁচদিন ধরে কাজ চলছে। সাধারণ রিকার্স আইল্যান্ডের হাজতিরা গণকবর দেওয়ার কাজ করতেন। কিন্তু সম্প্রতি বেড়ে যাওয়া কাজের চাপ সামলাতে দায়িত্ব পালন করছে সরকারের লোকও।

নিউ ইয়র্কে গত বুধবার একদিনে ৭৯৯ জন লোক মারা যান। তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর হার কমে গেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার ২০০ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। যা আগের দুই দিনের তুলনায় কম। নিউ ইয়র্কের মেয়র দাবি করেছেন, সামাজিক দূরত্ববিধি মেনে চলায় কিছুটা হলেও উপকার পাচ্ছে যুক্তরাষ্ট্রের এই শহর।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top