সেবা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারে এ সেবা দেয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর জানায়, জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ এর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে।
এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারে বৃহস্পতিবার ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা থেকে নিউ থাংনাং পাড়া যায়। খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানে প্রায় ১১ হাজার ৫০০ শিশুকে টিকা দেয়ার জন্য এই দলটি ওই এলাকায় যান।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।