লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজার থেকে ৪ হাজার ৮’শ ৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী পাইলিং পাড় মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৭ বস্তা চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম(জগা সরকার) এর ছেলে চাউল ব্যবসায়ী ৩নং ওয়ার্ড আওয়ামী আওয়ামী লীগ সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে চাল মজুদ আছে খবরে অভিযান চালানো হয়। এ সময় ওই গুদাম থেকে ৯৭বস্তা চাল উদ্ধার করা হয়। এই চাল কোথায় থেকে গুদামে আসলো এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, উদ্ধার অভিযানে কাউকে আটক করা যায়নি। চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।