ঘাটাইল লকডাউন ঘোষণা

S M Ashraful Azom
ঘাটাইল লকডাউন ঘোষণা

ঘাটাইল প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে ৮ এপ্রিল বুধবার বিকাল ৫টা থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রবেশের সকল পথে চেকপোস্ট বসিয়ে বন্ধ (লকডাউন) ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ।

এ সময় অন্যকোন জেলাএবং উপজেলা থেকে ঘাটাইল উপজেলায় প্রবেশ এবং এ  উপজেলা হতে অন্যকোন জেলা বা উপজেলা থেকে প্রবেশ সম্পর্ন নিষেধ । কোন ব্যক্তি যদি এ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে লকডাউন ঘোষনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাঃ মোঃ সাইফুর রহমান, অফিসার্স ইনচার্জ, (ওসি) মাকছুদুল আলম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান, আব্দুর রহিম, দিগর ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ মামুন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান, মোঃ শরীফ হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান, এমদাদ সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকার  লকডাউন এর সত্যতা স্বীকার করে জানায় ৮/০৪/২০২০ বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রবেশের সকল রাস্তআ বন্ধ থাকবে। যদি কোন ব্যক্তি এই আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top