ঘাটাইল প্রতিনিধি: সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তারই ধারাবাহিকতায় জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
তাই বিপাকে পড়েছে দেশের নিম্নআয়ের মানুষ গুলো। যেমন ভ্যান রিক্সা চালক, চা পান বিক্রেতা, এবং ডে লেবার সহ এইসব নিম্নআয়ের মানুষ গুলো। তাই এইসব দরিদ্র মানুষের মাঝে ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের কদমতলী ঐতিহ্যবাহী জনতা ক্লাবের উদ্যোগে ইউনিয়নের প্রায় ৬ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, পিয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান (রানা) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ক্লাবের সভাপতি ডা.মো.সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুল রহমান রিপন,৭নং দিগড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন খান বাব, জনতা ক্লাবের সহ সভাপতি মো.মোক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান ।
এসময়,কদম তলী শশী হরি কল্যাণ ফান্ডের চেয়ারম্যান শ্যামল কৃষ্ণ সাহা,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ফনি, দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি, সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন প্রমুখ সহ জনতা ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এবং সমাজের যারা বিত্তবান আছেন তাদের কে নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র এসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।