ঘাটাইলে ব্যতিক্রমধর্মী ত্রাণ বিতরন ইউপি চেয়ারম্যানের

S M Ashraful Azom
ঘাটাইলে ব্যতিক্রমধর্মী ত্রাণ বিতরন ইউপি চেয়ারম্যানের

সেবা ডেস্ক: চাল, ডাল, লবণ, আলু, পিয়াজ, কাঁচামরিচ, বেগুন ও সাবান এই আট প্রকার সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন আটজন লোক। খাদ্য সহায়তার জন্য আসা মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে প্রতিজনের হাত থেকে ওই সামগ্রী নিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে মানুষগুলো যেন বাজার করতে এসেছেন। এরকমই ব্যতিক্রমভাবে সাজিয়ে ব্যাক্তি উদ্যোগে ত্রাণ দিতে দেখা গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউপি ইখলাক হোসেন খান শামীমকে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গুণগ্রাম বাসস্ট্যান্ডে মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

শুরু থেকে উপজেলায় যেকয়জন জনপ্রতিনিধি করোনাভাইরাস বিষয়ে সচেতন ও খাদ্যসামগ্রী দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার মধ্যে তিনি অন্যতম।

চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম জানান, এই ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়েছেন এ উপজেলার প্রায় অনকে মানুষ। আমরা যারা জনপ্রতিনিধি এবং বিত্তশালী আছি আমি মনে করি তাদের উচিত এই সময় অসহায় ও দুস্থ পরিবারের গুলোর পাশে দাঁড়ানো।

তিনি বলেন জামুরিয়া উপজেলার মধ্যে অনেক বড় একটি ইউনিয়ন। এ পর্যন্ত সরকারিভাবে ২৩৩ প্যাকেট ত্রাণ পেয়েছিলাম, যা আগেই বিতরণ শেষ হয়ে গেছে। তাই ব্যাক্তিগত তহবিল থেকে আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১শ’ জন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেই এবং তা বিতরণ শুরু করেছি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top