সেবা ডেস্ক: টাঙ্গালের মির্জাপুরে নিজ অর্থায়নে শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ইজ্জত আলী জনি।
বুধবার দুপুরে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানী, মাঝিপাড়া পালপাড়া ও শীলপাড়ায় তিনি এ খাদ্যসহায়তা দেন। তার দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, সমস্বয়কারী মো: অাশরাফুল ইসলাম, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত মোমেন শাজাহান, ওমর চাঁন সরকার, মুক্তিযোদ্ধা সুনীল দাস, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শফি, ছাত্রলীগ নেতা তুষার সরকার, সুকান্ত সরকার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও মানবতার হাত সংগঠনের উদ্যোক্তা ইজ্জত আলী জনি জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিগত কয়েক বছর আগে তিনি উদ্যোগ নিয়ে এলাকার যুব সমাজকে সংগঠিত করে ‘মানবতার হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেন।এই সংগঠনের উদ্যোগে ইতিপূর্বেও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যস সহায়তা দেয়াসহ সচেতনামূলক কার্য়ক্রম পরিচালনা করা হয়েছে। আজ প্রশাসনের লোকজনের উপস্থিতিতে খলিয়াজানী, মাঝিপাড়া, পালপাড়া ও শীলপাড়ায় কর্মহীন শতাধিক পরিবারে খাদ্যসহায়ত দেয়া হয়েছে।