শেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফেরিওয়ালার মৃত্যু: ১৫০ বাড়ি লকডাউন

S M Ashraful Azom
শেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফেরিওয়ালার মৃত্যু: ১৫০ বাড়ি লকডাউন

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। তার নাম লুড্ডু মিয়া। আজ বুধবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওই ফেরিওয়ালার মৃত্যু হয়। তার বাড়ি পৌর শহরের মধ্য চাপাতলী এলাকায়। তিনি জ¦র, সর্দি ও শ^াসকষ্টে ভুগছিলেন। এনিয়ে করোনা উপসর্গে জেলায় চারজনের মৃত্যু হলো।

মৃতের পরিবারের সদস্যরা জানায়, গত রোববার থেকে লুড্ডু মিয়া জ¦র ও সর্দিতে ভোগছিলেন। মঙ্গলবার রাত থেকে শুরু হয় তীব্র শ^াসকষ্ট। পরে মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তারপরও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। আজ সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃতের বাড়িসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top