বকশীগঞ্জে লকডাউন অভিযানে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

S M Ashraful Azom
বকশীগঞ্জে লকডাউন অভিযানে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইউএনও’র লকডাউনে পুলিশী আতংকে সিরাজুল ইসলাম নামে (৪৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নইম মিয়ার বাজারে এই ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ধানুয়া কামালপুরের আক্রাম আলীর ছেলে।

জানা গেছে, চলমান লকডাউনের মধ্যে সামাজিক দুরত্ব বজায় না রেখে নইম মিয়া বাজারে অনেক লোকজন জমায়েত হয়। লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার বাজারে অভিযান চালান।

ওই সময় পুলিশ এসেছে দেখে মানুষ আতংকিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এমতাবস্থায় ক্ষেতের আলু বিক্রি করতে যাওয়া আগে থেকেই হৃদরোগের রোগী কৃষক সিরাজুল ইসলাম আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর সময় হুচট খেয়ে মাটিতে পড়ে যান। অজ্ঞান অবস্থায় ইউএনও ওই কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে কথা বললেও তার পরিবারের সদস্যরা জানান, সে দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগতেছিলেন।

পরে এ বিষয় নিয়ে উপজেলা প্রশাসন, পৌর মেয়র, ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালসহ গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালেই জরুরি বৈঠক বসেন। বৈঠক শেষে স্বজনদের কাছে সিরাজুলের লাশ হস্তান্তর করা হয়।

ইউএনও জানিয়েছেন, ওই কৃষকের মৃত্যুর সাথে প্রশাসন কিংবা পুলিশের কোন সম্পৃক্ততা ছিল না। উনি দৌড়ে পালানোর সময় অসুস্থ্য হন। তাকে আমিই হাসপাতালে নিয়ে আসি।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top