জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইউএনও’র লকডাউনে পুলিশী আতংকে সিরাজুল ইসলাম নামে (৪৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নইম মিয়ার বাজারে এই ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ধানুয়া কামালপুরের আক্রাম আলীর ছেলে।
জানা গেছে, চলমান লকডাউনের মধ্যে সামাজিক দুরত্ব বজায় না রেখে নইম মিয়া বাজারে অনেক লোকজন জমায়েত হয়। লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার বাজারে অভিযান চালান।
স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে কথা বললেও তার পরিবারের সদস্যরা জানান, সে দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগতেছিলেন।
ইউএনও জানিয়েছেন, ওই কৃষকের মৃত্যুর সাথে প্রশাসন কিংবা পুলিশের কোন সম্পৃক্ততা ছিল না। উনি দৌড়ে পালানোর সময় অসুস্থ্য হন। তাকে আমিই হাসপাতালে নিয়ে আসি।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।