বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু তার ইউনিয়নের হতদরিদ্রদের উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৬ টার দিকে তার ফেসবুকে তিনি লিখেন “প্রিয় সাধুরপাড়া বাসী, আমার ইউনিয়নের কোন লোক অন্য কারো কাছে সাহায্য বা খাবারের জন্য হাত পাতবেন না, যদি কেউ অনাহারে থাকেন , হয় সরকারি ভাবে সাহায্য দেব না হয় আমার ব্যক্তিগত তহবিল থেকে তার বাড়ি খাবার পৌঁছে দেব”। শুধু তাই নয় তার ওই স্টাটাসে মোবাইল নম্বরও দেওয়া হয় । যাতে করে তাকে ফোন করে খাবারের কথা চেয়ারম্যানকে জানাতে পারেন।
এই স্ট্যাটাসের পর প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর এই স্ট্যাটাসকে সময়ের সাহসী স্ট্যাটাস বলে মন্তব্য করেন।
তিনি ইতোমধ্যে ব্যক্তিগত ও সরকারিভাবে কয়েক শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এছাড়াও প্রতিটি রাস্তায় তার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনা নিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই চেয়ারম্যান।