ধুনটে সামাজিক দূরত্ব মানছে কুকুর!

S M Ashraful Azom
ধুনটে সামাজিক দূরত্ব মানছে কুকুর!

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা সদরের ডাইম ভবন নামে একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের সামনে ৩টি বেওয়ারিশ কুকুর সামাজিক নিরাপদ দূরত্ব মেনে ঘুমিয়ে পড়েছে। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে।

সামাজিক দুরত্ব মেনে কুকুরের ঘুমানোর ছবিটি তোলেন সুজন সাদ নামে স্থানীয় এক যুবক। তিনি ছবিটি ফেসবুকে পোষ্ট করে লিখেছন, ধুনটে মানুষ সামাজিক দুরত্ব না মানলেও কুকুর গুলো ঠিকই মেনে চলছে।

জানা গেছে, করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সামজিক নিরাপদ দুরত্ব মেনে চলার জন্য প্রতিদিনই সর্তক করছেন প্রশাসন। তারপরও কেউ মানছেন না সামাজিক নিরাপদ দুরত্ব। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগ করেও ফলাফল শূণ্য। এমন পরিস্থিতিতে বেওয়ারিশ কুকুরের সামাজিক নিরাপদ দুরত্ব মেলে চলার ছবিটি ফেসবুকে অনেক গুরত্ব পেয়েছে।

মোবাইল ফোনে কুকুরের ঘুমানোর ছবি ধারনকারী যুবক সুজন সাদ জানান, ডাইম ভবনের সামনে ৩টি বেওয়ারিশ কুকুর সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে থাকতে দেখেন। সাধারণত দিনের বেলা কুকুরগুলো ঘুমে থাকে এবং রাতে চলাচল করে। কিন্ত এটা ছিল তার ব্যতিক্রম। সন্ধ্যা বেলায় কুকুর ঘুমানোর দৃশ্যটি ভাল লাগায় মোবাইল ফোনে তা ধারণ করি। পরে সেটি ফেসবুকে শেয়ার করলে তা ভাইরাল হয়।

ছবিটি দেখে ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, আমরা মানুষ হয়েও করোনার কারনে সামাজিক দূরত্ব মানছি না। জীবজন্তু কোন কিছু না জানার পরও তারা দূরত্ব মানছে। ফেসবুকে ভাইরাল হওয়া কুকুরের সামজিক দুরত্ব মেনে ঘুমানোর ছবিটি সচেতন মানুষের বিবেককে নাড়া দিয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top