কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় কাজিপুরের ইমাম- মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের মাঝে জেলা পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর শাখার উদ্যোগে কাজিপুর জেলা পরিষদ ডাকবাংলো চত্ত¡রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সিরাজগঞ্জ জেলা পরিষদসূত্রে জানা গেছে, কাজিপুরের ১ ও ২ নং ওয়ার্ডের ৪০০ টি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেফাজ উদ্দিন, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ফেরদৌস জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম , সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আলম প্রমূখ।