ক্ষুদে শিল্পী দুরন্তের সহযোগিতায় হতদরিদ্র পরিবারকে ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
ক্ষুদে শিল্পী দুরন্তের সহযোগিতায় হতদরিদ্র পরিবারকে ত্রাণ বিতরণ

সেবা ডেস্ক: জামালপুরের ক্ষুদে শিল্পী দুরন্ত ফরিদপুর জেলার ঝাউডাঙ্গি গ্রামের কিছু দারিদ্র পরিবারকে চাল,ডান, আটা, সাবান সহ নিত্যপ্রয়োজনী জিনিস ১৩ এপ্রিল সোমবার বিতরণ করেন।

দুরন্তকে ত্রান সামগ্রী বিতরণ করার জন্য কাতার প্রবাসী মো. দোদুল মৃধা এবং দুরন্তের বড় ভাই মাসুদ রানা আর্থিক সহযোগিতা করেন।

ঝাউডাঙ্গি গ্রামের মাস্টার বাড়ির ১২ বছর বয়সি রিমন এবং সাওন সবার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ গুলো পৌছিয়ে দেয়।

কাতার প্রবাসী দোদুল মৃধা জানান, 'দুরন্তের করোনা ভাইরাস নিয়ে দারিদ্র্যের সহযোগিতা জন্য পোস্টটা দেখে আমি দুরন্তের সাথে যোগাযোগ করে সামান্য কিছু টাকা পাঠাই দারিদ্র্যের সহযোগিতা করার জন্য। দুরন্তের বড় ভাই মাসুদ রানা আমার টাকার সাথে উনি টাকা যুক্ত করে কিছু জিনিস ক্রয় করে দারিদ্র্যের প্রদান করেন।'

সাওন এবং রিমন বলেন, 'দুরন্ত আমাদের খালাতো ভাই, যখন শুনলাম ও রানা ভাই এবং বিদেশি একজন মিলে কিছু ত্রাণ  দিবে তখন আমরা দুইজন ত্রাণ গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম'

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top