মাহবুবুর রহমান জিলানী, বিশেষ প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডে খাঁ পাড়া এলাকায় লেসন আইডিয়াল স্কুল মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পিপিই ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাত রং এটি একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে সংগঠনের নেতা-কর্মীরা এলাকায় উন্নয়নে ও মানব সেবায় সব সময় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। প্রায় ৫০ টি পরিবারের মাঝে চাউল,ডাল, তৈল,সাবান,আটা দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অবস্থিত ছিলেন, সাত রং এর সাধারণ সম্পাদক মো:জসিম উদ্দিন মাষ্টার খাঁন,সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রোমেন,প্রচার সম্পাদক মো: বাবুল আহমেদ, সংগঠনের সদস্য জহির খাঁন,শহর খাঁন,হোসেন মিয়া প্রমুখ।