মেলান্দহে ব্যাক্তিগত ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
মেলান্দহে ব্যাক্তিগত ত্রাণ বিতরণ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ব্যক্তিগতভাবে ১ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

১৩ এপ্রিল পৌরসভার কউন্সিলর এবং আ’লীগের নেতা-কর্মীদের সহায়তায় ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এ ছাড়াও ব্যক্তিগতভাবে কেও ফোন করলে চাহিদা অনুযায়ী তার ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

অপরদিকে মেলান্দহ পুলিশ প্রশাসনের নিজস্ব বেতনের অর্থায়নে রাতের অন্ধকারে মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-মধ্যবিত্তদের নিতান্তই প্রয়োজন এমন পরিবারকে গোপনে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে।

বিতরণকৃত ত্রাণ সমাগ্রীর মধ্যে আছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ এবং লবন। পিআইও অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জানা গেছে, ৮৯ মে:টন চাল এবং ১ লাখ ৩০ হাজার টাকা প্রাপ্ত বরাদ্দ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

বর্তমানে করোনা আতংকে মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ এপ্রিল থেকে স্বল্পপরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে পৃথক সব্জি বাজার ব্যবস্থাপনা চালু করেছে। মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন জানান-উপজেলাপ প্রশাসনের পাশাপাশি পৌরসভার কাউন্সিলর, কর্মচারি এবং চেয়ারম্যান-মেম্বাররা একযোগে কাজ করছি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top