ইসলামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ ও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল,উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষকভাইদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে ঘাটে কাজ করে সোনার ফসল ফলানোর আহবান জানান। সরকার কৃষকদের সব সময় আছে থাকবেন বলেও তিনি জানান। এছাড়াও এসময় তিনি কারো বাড়ির আঙ্গিনাও যেন খালি না থাকে সব জায়গাই সবাইকে ফসল ও সবজি আবাদ করার আহবান জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top