মাহবুবুর রহমান জিলানী, বিশেষ প্রতিনিধি: টঙ্গীতে করোনাভাইরাস মোকাবিলায় সংবাদ সংগ্রহকারী গণমাধ্যম কর্মীদের মাঝে পিপিই, মাস্ক, জীবাণুমুক্ত ওষুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন টঙ্গী থানা যুবলীগ নেতা মোঃ লিটন উদ্দিন সরকার।
শুক্রবার বিকালে তার টঙ্গী বাজারের নিজ বাস ভবনে এই সামগ্রী বিতরণ করা হয়। এসময় টঙ্গীতে নিয়োজিত বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লিটন উদ্দিন সরকার জানান, তার মনে হয়েছে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের মাঝে দেশের খবর পৌঁছে দিচ্ছে। সেই বিবেচনায় তাদের করোনাভাইরাস মোকাবেলায় পিপিই, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার জরুরী। ফলে আমার নিজ অর্থায়নে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, লিটন, সরকার মিশু,বিন্দু দাশ,পলাশ মাহমুদ সহ অন্যান্যরা।
উপস্থিত সাংবাদিকরা জানান, গাজীপুরের টঙ্গীতে প্রথম কেউ সাংবাদিকদের কথা চিন্তা করে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন।