শ্রীবরদীতে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

S M Ashraful Azom
শ্রীবরদীতে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: “করোনায় আতংক নয়, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন” সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন, এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কর্মহীন অটো চালক, রিক্স্রা চালক, ভ্যান চালক, শ্রমজীবি ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।

১৭ এপ্রিল শুক্রবার বিকালে পৌর শহরের সরকারি কলেজ মাঠ, নার্সারি মাঠ ও জুয়েল একাডেমি মাঠে পৃথক ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী সহয়াতা বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন পন্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান ও ওই সংগঠনের কর্মীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

সহায়তা প্রাপ্তরা জানান, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে তাদের কিছুটা হলেও খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। তারা উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top