ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেক খানের ছেলে মোঃ হারুনঅর রশীদ খান মানবতার অনন্য দৃষ্টান্ত স্হাপন করে গোটা উপজেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন।
ইতিমধ্যেই তিনি ৫ হাজারের অধিক মানুষের মাঝে চাল, ডাল, আটা, আলু, তৈল, লবন ও সাবান উপহার (ত্রান) দিয়ে কঠিন এই দূর সময়ে অসহায়, হত দরিদ্র ও ভূবুক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার ফেরিওয়ালা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
মায়ের নির্দেশে তার ব্যাক্তিগত অর্থায়নে গোটা ইউনিয়ন জুড়ে প্রতিটি গ্রামের মসজিদের ইমাম সাহেবদের কাজ থেকে দরিদ্র মানুষের নাম জোগাড় করে প্রতিটি ঘরে ঘরে এ সব খাদ্য সামগ্রী তিনি পৌছে দিচ্ছেন।
মহৎ এই মানুষটি রাত দিন পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে যে ভাবে সাহায্য করে যাচ্ছেন বর্তমান সমাজ ব্যবস্হায় এটি একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে অভিমত জানিয়েছেন অভাবী হাজারোও মানুষ।
উল্লেখ্য যে, তিনি ও তার মা এ বছর পবিত্র ওমরা হজ্জ পালনের জন্য টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সরকারী বাধ্যবাধকতার কারনে অনবধ্য কারন বশত হজ্জে যেতে না পেরে সেই টাকা উত্তোলন করে জনম দুঃখিনী মায়ের নির্দেশ পালন করার জন্যই এ সব কার্যক্রম পরিচালনা করছেন এবং এটা চলমান থাকবে বলে জানিয়েছেন মোঃ হারুন অর রশীদ খান।