সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, এমপি’র দিকনির্দেশনায় সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ০৫ নম্বর বিরল ইউপি’র মোকলেসপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন শ্রমজীবি দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন, ০৫ নম্বর ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।