করোনায় মানুষকে ঘরে ফেরাতে ডিবি পুলিশের অভিযান

S M Ashraful Azom
করোনায় মানুষকে ঘরে ফেরাতে ডিবি পুলিশের অভিযান

কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় মানুষকে ঘরে ফেরাতে  সিরাজগঞ্জ ডিবি পুলিশ মাঠে নেমেছে। রবিবার বিকেল থেকে রাত অবধি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম ও ডিবির অফিসার ইন চার্জ মিজানুর রহমানের নির্দেশনায় কিউআরটির দলটি এক অভিযান পরিচালনা করেন।

১০ সদস্যের দলটি মোটরসাইকেলযোগে সদরের শালুয়াভিটা, শাহানগাছা, ছোনগাছা, পিপুলবাড়িয়া, ভেন্নাবাড়ি, একডালা, মহিষামুড়া, কাজিপুরের সোনামুখী, রৌহাবাড়ি, স্থলবাড়ি, হরিনাথপুর বাজার ও চালিতাডাঙ্গা বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়।

এ সময় বাইরে অযথা ঘোরাফিরা করা মানুষজন দ্রæত বাড়ির পথ ধরে। এ বিষয়ে সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, ‘ আমরা না নিষেধ করলে মানুষ তেমন একটা আমলে নেয় না। তাই ডিবির অভিযানে মানুষ অনেক বেশি সতর্ক হয়েছে।

আশা করছি করোনা পরিস্থিতির এই সময়ে মাঝে মধ্যেই ডিবির এই অভিযান অব্যাহত থাকবে। এতে মানুষও ঘরমুখী থাকবে বলে বিশ্বাস করি।’


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top