ধুনটে কালবৈশাখী ঝড়ো বৃষ্টিতে ক্ষতি

S M Ashraful Azom
ধুনটে কালবৈশাখী ঝড়ো বৃষ্টিতে ক্ষতি

রফিকুল আলম, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরমের পাশাপাশি প্রচন্ড রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মধ্যেও ঘরে থাকতে কষ্ট হচ্ছিলো মানুষের।

এ অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা সদর আশপাশের এলাকায় হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এনে দিলেও হালকা ঝড়ো হাওয়ায় গাছপালা ও উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন গ্রামের মাঠে বোরো ধান চাষ হয়েছে। ক্ষেতের ধান গাছ বেড়ে শীষ বের হচ্ছে। অনেকের ক্ষেতে আবার শীষে ধানের দানা ধরছে। এ অবস্থায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় ক্ষেতের ধান গাছ মাটিতে হেলে পড়েছে। এতে ধানের ফলন বিপর্যয়ের আশংকা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ায় সড়কের দুই পাশে গাছপালা উপড়ে পড়েছে। কোথাও আবার গাছের ডালপালা ভেঙে পড়ে জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কয়েকটি স্থানে গাছ ভেঙ্গে পড়ে টিনের তৈরী ঘরের ক্ষতি হয়েছে।

সরেজমিন আড়কাটিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় বড় আকারের একটি গাছ ভেঙ্গে পড়ে জ্ঞানের দিশারী পাঠাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় লন্ডভন্ড হয়ে গেছে। এতে ওই কার্যালয়ে রক্ষিত আসবাবপত্র ও বইপত্রের ব্যপক ক্ষতি হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এলাকায় অল্প সময় হালকা ঝড় ও বৃষ্টি হয়েছে। তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এলাকায় ক্ষয়ক্ষতি হয়ে থাকলে জনপ্রতিনিধিনের খোজখবর নিয়ে আমাকে জানানোর জন্য বলা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top