ফয়জুর রহমান, গাজীপুর প্রতিনিধি: তায়েবা আক্তার সারা। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রাথমিক শাখার মেধাবী শিক্ষার্থী। ছোট্ট এই শিশুটি নৃত্য, আবৃত্তি, অভিনয় ও অংকনে বেশ পারদর্শী। করোনার প্রভাবে গত ১৭ মার্চ থেকে প্রতিষ্ঠান বন্ধ। সময় যেন ব্যস্ততার সাথেই কাটছে সারা মনির।
বিশ্বব্যাপী (কোভিট ১৯) করোনার বিস্তারে বেশ চিন্তিত এই শিশুটি। ওর আম্মুর সাথে কথা বলে জানা যায়, সে করোনা সচেতনতায় বিভিন্ন অভিনয়, আবৃত্তি ভিডিও করে তার বড় বোনের সহযোগিতায় ইউটিউব বা সোস্যাল মিডিয়ায় শেয়ার করে। এটিএন নিউজ চ্যানেলের একটি ভিডিও ইউটিউবে দেখতে পেয়ে তার বাসায় ছুটে যাওয়া। ভিডিওতে মাস্ক পরিহিত পৃথিবীর মানচিত্রে এর চতুর্দিকে করোনা ভাইরাসের ছবিটা সম্পর্কে জানতে চাওয়া হয়।
কথা হচ্ছিল সারা মনির সাথে। তুমি এটা কী একেছো? উত্তরে বলে, 'একটা বিশ্বের মানচিত্র। বর্তমানে সারা বিশ্বটাকে করোনা ভাইরাস আক্রমণ করছে। এর কোনো প্রতিষেধক তৈরি না হওয়ায় বিশ্ববাসী খুব আতঙ্কে আছে। তাই মানচিত্রের চোখে পানি এঁকেছি। একান্ত প্রয়োজনে কেউ বাইরে যেতে চাইলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। এজন্য মানচিত্রকে মাস্ক পরিয়ে দিয়েছি।'
দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রতিটি শিক্ষার্থীর ঘরে থাকা সময়গুলো কাটুক বিষয় - ভিত্তিক পড়ালেখা, আবৃত্তি, অংকন ও শিক্ষা-সচেতনতামূলক বিনোদনের সাথে। সারা মনির মতো এভাবেই ছুটির দিনগুলো অতিবাহিত হোক সকল শিক্ষার্থীর।