টাঙ্গাইলে নারীদের বিশেষ সুবিধা দিচ্ছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’

S M Ashraful Azom
টাঙ্গাইলে নারীদের বিশেষ সুবিধা দিচ্ছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে টাঙ্গাইলে ঘরে থাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের জন্য ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণত মানুষ। বিশেষ করে নারীরা এ উদ্যোগে দারুণ খুশি। আপাতত টাঙ্গাইল সদরের মধ্যে তাদের কার্যক্রম চালু রয়েছে।

এই সংগঠনের স্বেচ্ছাসেবী এশা আক্তার জানান, প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ইতোমধ্যেই অর্ধ শতাধিক নারীর ফোন পেয়ে আমরা স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছি। দুটি হটলাইন নাম্বার চালু করা হ‌য়ে‌ছে। যে কেউ ফোন দিয়ে স্যানিটারি ন্যাপকিনের জন্য বলতে পারবেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ ব‌লেন, পিরিয়ডের সময়ে মা বোনদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়। লকডাউন হওয়াতে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। লজ্জায় কাউকে বলতেও পারছেন না। তাদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছি আমরা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top