হটলাইনে কল: ২২২১টি বাসায় পৌছালো ডিএসসিসি’র খাদ্যসামগ্রী

S M Ashraful Azom
হটলাইনে কল ২২২১টি বাসায় পৌছালো ডিএসসিসি’র খাদ্যসামগ্রী

সেবা ডেস্ক: হটলাইনে কল পেয়ে ২ হাজার ২২১ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ শুক্রবার রাজধানীর ডিএসসিসি নগর ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে বিব্রত হওয়াদের জন্য হটলাইনের মাধ্যমে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

হটলাইনে ১০ এপ্রিল পর্যন্ত ১২ হাজার ১৪৯ নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন। এরমধ্যে ৩ হাজার ৬৮৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ২ হাজার ২২১ জনের বাসায় এরইমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৬২ জনের বাসায় খাবার পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান।

ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্যসামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এই দুটি নম্বরে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top