চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে শতবর্ষী বান্নি (মেলা) টি এবার বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, করোনার জনসমাগম ঝুঁকি মোকাবেলায় এবারের বান্নি টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি চুনারুঘাটে পহেলা বৈশাখ কে কেন্দ্র করে সকল প্রকার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলা নববর্ষ কে কেন্দ্র করে চুনারুঘাটের পীরের বাজারে বান্নী অনুষ্ঠীত হতো।