বকশীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক মন্ত্রী এমএ সাত্তারের ছেলে ব্যারিস্টার সামীর সাত্তার বকশীগঞ্জ উপজেলার কমহীন অসহায় মানুষের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
বুধবার বিকালে ব্যারিস্টার সামীর সাত্তারের পক্ষে ব্যবসায়ী খোকন আকন্দ বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের কাছে ওই টাকা হস্তান্তর করেন।
ব্যবসায়ী খোকন আকন্দ জানান, বরাবরের মত এবারও এই করোনা দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সামীর সাত্তার।
তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এলাকার মানুষের। সর্বোচ্চ সচেতন থেকে করোনা মোকাবেলায় ঘরে অবস্থান করতে তিনি সবার প্রতি অনুরোধ করেছেন।