সেবা ডেস্ক: বাংলাদেশ সরকার ৫ শতাংশ সুদে দেশের কৃষিখাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ এপ্রিল রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে করোনা পরিস্থিতিতেও কৃষিকাজ ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলতি বোরো মৌসুমে যাতে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে কাজ করতে, বিশেষত ধান কাটতে যেতে পারে, সেজন্য পুলিশকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরবর্তী পৃথিবীতে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। তাই কৃষিজ উৎপাদন চলমান রাখতে হবে।
পরে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সম্পর্কিত খোঁজ-খবর নেন তিনি।
এর আগে ৭ এপ্রিল ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।