বকশীগঞ্জে জমির মালিককে ভীতি প্রদশর্নের অভিযোগ

S M Ashraful Azom
বকশীগঞ্জে জমির মালিককে ভীতি প্রদশর্নের অভিযোগ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে জমির মালিককে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মাঝ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হুমকি দেওয়া প্রভাবশালীদের বিচার চেয়ে ইউএনও’র দ্বারস্থ হলে তিনি মেয়রকে বিষয়টি অবহতির জন্য বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝপাড়া গ্রামের একখন্ড জমি নিয়ে আক্কাছ আলী ও বাবুল মিয়ার সাথে একই গ্রামের জমির ক্রেতা জয়নাল মিয়ার বিরোধ চলে আসছিল। এতে জয়নাল মিয়ার জমির মালিকানা নিয়ে বৈধতার প্রশ্ন উঠলে জয়নাল মিয়া জমির মালিকানা প্রমাণে ব্যথ হয়।

এই সুযোগে স্থানীয় একটি ভূমি দালাল দল বৃহস্পতিবার সকালে মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর বাবুল ও আক্কাছ আলীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদশন করেন ।

হুমকি দেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকার বেশ কিছু মানুষ ওই ভূমি দালাল সিন্ডিকেটের বিচারের দাবিতে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নিবাহী অফিসারের নিকট মৌখিকভাবে জানালে ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার বকশীগঞ্জ পৌরসভার মেয়রকে বিষয়টি অবহিত করতে বলেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top