সেবা ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামী মো. বাবলু রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর বয়রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ধর্ষণ চেষ্ঠার আসামী মো. বাবলু রহমানকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত বাবলু উপজেলার আলমনগর বয়রাপাড়া এলাকার মৃত মকবুল হোসেন এর ছেলে। বাবলু’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধণী/০৩) এর ৯(৪)(খ) এর ধারায় মামলা করা হয়েছে।
তিনি আরো জানান, ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে।